বার্সার নতুন অধিনায়ক ইনিয়েস্তা
ঢাকা: জাভি হার্নান্দেজরে উত্তরসূরি রূপে বার্সেলোনার নতুন অধিনায়ক হিসেবে আন্দ্রেস ইনিয়েস্তাকে বেছে নিয়েছে ক্লাবটির ফুটবলাররা। গোপন ব্যালটের মাধ্যমে ভোটাভুটিতে নতুন নেতা বেছে নেয় কাতালন জায়ান্টরা। অবশ্য চূড়ান্ত অনুমোদনের জন্য কোচ লুইস এনরিকে ও কোচিং স্টাফের বাকি সদস্যদের অনুমোদন লাগবে এই ভোটাভুটির।
আসন্ন ২০১৫-১৬ মৌসুমে বার্সেলোনার দ্বিতীয় অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে লিওনেল মেসিকে। তৃতীয় অধিনায়ক সার্জিও বুসকুয়েটস এবং চতুর্থ অধিনায়ক হাভিয়ের মাসচেরানো। প্রসঙ্গত, বার্সার ট্রেবল জয়ী গত মৌসুমে দলটির চতুর্থ অধিনায়ক ছিলেন জেরার্ড পিকে। কিন্তু সাবেক ম্যানইউ তারকাকে হটিয়ে এবার প্রথমবারের মতো সেই আসনটি দখল করলেন আলবেসেস্তে ফুটবলার মাসচেরানো।
বার্সার বর্তমান স্কোয়াডের মধ্যে ইনিয়েস্তা সবচেয়ে পুরনো ফুটবলার। ২০০২ সালের অক্টোবরে প্রথম বিভাগ ফুটবলে অভিষিক্ত হয়েছিলেন স্প্যানিশ ইন্টারন্যাশনাল। এদিকে নতুন দায়িত্ব পেয়ে আপ্লুত ইনিয়েস্তা। ভক্ত ও সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন লা রোজাদের মিডফিল্ড অর্কেস্ট্রা।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








