News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৮, ৪ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৯, ১৯ জানুয়ারি ২০২০

শীর্ষস্থানে অক্ষুণ্ন সেরেনা-জোকার

শীর্ষস্থানে অক্ষুণ্ন সেরেনা-জোকার

ঢাকা: ছেলেদের এটিপি (অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস) ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সার্বিয়ান সেনসেশন নোভাক জোকোভিচ। দুই নম্বরে বহাল আছেন রজার ফেদেরারও। তিনে অ্যান্ডি মারে, চারে স্ট্যান ভাভরিঙ্কা ও পাঁচে জাপানের কেই নিশিকোরি।

সোমবার প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি করেছেন স্পেনের রাফায়েল নাদাল। হামবুর্গ ওপেনের ক্লে কোর্ট দ্বৈরথে ইতালির ফ্যাবিও ফগিনিকে হারিয়ে শিরোপা জিতে ছেলেদের এটিপি র‌্যাংকিংয়ে নয় নম্বরে উঠে এসেছেন ‘স্প্যানিশ ম্যাটাডোর’। তার আগে তালিকার ছয়, সাত ও আট নম্বরে আছেন- টমাস বার্ডিচ, ডেভিড ফেরার ও মারিন সিলিক।

মেয়েদের এটিপি র‌্যাংকিংয়ে সেরা পাঁচে কোনও পরিবর্তন আসেনি। উইম্বলডনে খেতাব জেতা সেরেনা উইলিয়ামস শীর্ষস্থান ধরে রেখেছেন। এরপর সেরা দশে আছেন মারিয়া শারাপোভা, পেত্রা কেভিতোভা, ক্যারোলিন ওজনিয়াকি, আনা ইভানোভিচ, অগ্নিয়েস্কা রাদওয়াস্কা, লুসি সাফারোভা, গাবরিন মুগুরোজা ও কার্লা সুয়ারেজ।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়