News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৪, ৪ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৯, ১৯ জানুয়ারি ২০২০

তিন বছরেও ফিট হবেন না শোয়েইনি!

তিন বছরেও ফিট হবেন না শোয়েইনি!

ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন রিক্রুট বাস্তিয়ান শোয়েনস্টেইগারকে নিয়ে শঙ্কা প্রকাশ করলেন পেপ গার্দিওলা। বায়ার্ন মিউনিখের স্প্যানিশ কোচ জানান, জার্মান ইন্টারন্যাশনাল আগামী তিন বছরেও ফিট হতে পারবেন না। কারণ ৩১ বছর বয়সী মিডফিল্ড জেনারেলের গোড়ালিতে নাজুক ইনজুরি রয়েছে।

অবশ্য এই গ্রীষ্মে ১৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আলিয়াঞ্জ অ্যারেনা ছাড়া তারকার যোগ্যতা নিয়ে কোন প্রশ্ন নেই গার্দিওলার। সাবেক বার্সা কোচ বলেন, “বাস্তিয়ানের যখন কোন চোট সমস্যা থাকবে না, আমি নিশ্চিত সে ম্যানইউতে দারুণ কিছু করবে। কেননা সে শীর্ষ পর্যায়ের একজন খেলোয়াড়। কিন্তু এটা দুর্ভাগ্য যে সে গত তিন বছরে কখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি।”

এরপর পেদ্রো রদ্রিগেজের ভবিষ্যত নিয়েও কথা বলেন গার্দিওলা। তিনি বলেন, “পেদ্রো দারুণ একজন খেলোয়াড়। সে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, স্পেনের হয়ে ইউরোও আছে তার। সুতরাং তাকে সমৃদ্ধই বলতে হবে। সেই হিসেবে সে বিশ্বের যেকোনও ক্লাবে খেলার যোগ্যতা রাখে। কিন্তু আমি তার বর্তমান অবস্থাটা জানি না। যদিও এটা স্বীকার করতেই হবে পেদ্রো কাতালনদের গ্রেট একজন খেলোয়াড়।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়