News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৫, ৩ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৬, ১৯ জানুয়ারি ২০২০

রাতেই উড়াল দিচ্ছে দক্ষিণ আফ্রিকা

রাতেই উড়াল দিচ্ছে দক্ষিণ আফ্রিকা

ঢাকা: প্রায় এক মাসের সফরে টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ শেষে সোমবার রাতেই নিজ দেশে উড়াল দিচ্ছে সফরকারী দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

সূচি অনুযায়ী দ্বিতীয় টেস্ট শেষে মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ ছাড়ার কথা ছিল তাদের। কিন্তু সকালেই ঢাকা টেস্ট ড্র ঘোষণা হলে একদিন আগেই চলে যাচ্ছেন প্রোটিয়ারা।

চট্টগ্রাম টেস্টের পর মিরপুরে দ্বিতীয় টেস্টও বৃষ্টির কারণে ড্র হয়। ম্যাচের পঞ্চম দিন, সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে ম্যাচ পরিত্যাক্ত ঘোষণার পর টেস্ট ড্র ঘোষণা করা হয়। যে কারণে রাতেই চলে যাচ্ছেন অতিথিরা। সোমবার রাত সাড়ে নয়টায় অ্যামিরেটস এয়ারওয়েজের ইকে-৫৮৫ ফ্লাইটে ঢাকা ছাড়বে আমলা বাহিনী।

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গত ৩০ জুন ঢাকায় আসে আমলারা। বাংলাদেশ সফরে দুটি টি-টোয়েন্টিতে জয়ের পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজে টাইগারদের কাছে ২-১ ব্যবধানে হারে তারা। সফরের শেষ দুই ম্যাচ টেস্ট সিরিজ বৃষ্টির কারণে ড্র হয়।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়