টেস্টেও বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যত দেখছেন আমলা
ঢাকা: ফরম্যাট বদলালেই কেমন জানি বদলে যায় বাংলাদেশ! সেজন্য ওয়ানডে ক্রিকেটের সঙ্গে টেস্ট ও টি-টোয়েন্টির বাংলাদেশকে সমান্তরালে দাঁড় করানো যায় না। কিন্তু তারপরও দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে টাইগারদের উজ্জ্বল ভবিষ্যত নিয়ে আশাবাদী দক্ষিণ আফ্রিকা অধিনায়ক হাশিম আমলা।
সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আমলা বলেন, “বাংলাদেশ নিশ্চিতভাবেই সাম্প্রতিক কয়েক বছরে ক্রিকেটে বেশ উন্নতি করেছে। ওয়ানডেতে তারা অন্যান্য যেকোনও ফরম্যাটের চেয়ে বেশি সাবলীল। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে কোন দল ওয়ানডেতে উন্নতি করলে স্বয়ংক্রিয়ভাবে টেস্টেও উন্নতি করে।”
আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ দারুণ চিত্তাকর্ষক হবে বলেও আশাবাদও ব্যক্ত করেন আমলা। তিনি বলেন, “সামনের বছরগুলোতে বাংলাদেশ যতো বেশি টেস্ট খেলবে, সেটা তাদের জন্য ততোটাই মঙ্গলজনক। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। হ্যাঁ, অস্ট্রেলিয়া অবশ্যই ভালো একটি দল, কিন্তু তারপরও ভালো একটি সিরিজ প্রত্যাশা করছি।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








