বিরক্ত আমলা
ঢাকা: মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামেও বৃষ্টিরই জয় হয়েছে। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের শেষ চারটি দিন বৃষ্টির পেটে গেছে। ফলে চট্টগ্রামের পর ঢাকা টেস্টও ড্র হয়েছে। আর সিরিজ ভাগাভাগি হয়েছে বাঘ-সিংহের মধ্যে। এই ফলাফলে হয়তো হতাশ প্রোটিয়া অধিনায়ক, তবে তার থেকেও বেশি বিরক্ত চার দিনের খেলা বৃষ্টির পেটে যাওয়ায়।
সোমবার সিরিজ ড্র হওয়ার পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হাশিম আমলা বলেন, “চার দিনের খেলা বৃষ্টিতে ভেসে যাওয়া খুবই অস্বাভাবিক। অবশ্য যা ঘটেছে, তা তো ঘটেই গেছে। আসলে ক্রিকেট কঠিন হয়ে গেছে। তাছাড়া এই ম্যাচে ডেল স্টেইন ৪০০ উইকেট শিকার করায় এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি মাইলফলক হয়ে থাকবে।”
ঢাকা টেস্টের পাঁচ দিনের খেলার মধ্যে কেবলমাত্র একটি দিন মাঠে গড়িয়েছে। কিন্তু তারপরও গ্রাউন্ডসম্যানদের তৎপরতায় মুগ্ধ আমলা। তিনি বলেন, “মাঠকর্মীরা যে পরিশ্রম করেছে তাতে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে তাদের। কেননা তাদের অতিরিক্ত পরিশ্রমের কারণেই কিছুটা খেলতে পেরেছি আমরা।” আসন্ন নিউজিল্যান্ড সফর নিয়েও কথা বলেন প্রোটিয়া অধিনায়ক। তিনি বলেন, “এই উইকেটে বোলিং করা কঠিন হলেও তারা সর্বোচ্চ চেষ্টাটা করেছে। এখন নিউজিল্যান্ড সফরের জন্য প্রস্তুত হতে হবে।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








