News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১৮, ৩ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৬, ১৯ জানুয়ারি ২০২০

আকরামকে পেছনে ফেললেন স্টেইন!

আকরামকে পেছনে ফেললেন স্টেইন!

ঢাকা: পাঁচ দিনের ক্রিকেটে তার আগে অন্তত ১২জন বোলার ৪০০ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন। কিন্তু এক দিক থেকে ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন এবং মুত্তিয়া মুরালিধরনের মতো কিংবদন্তিকে পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন।

ঢাকা টেস্টে মাত্র ৮০তম টেস্ট খেলতে নেমেই ক্যারিয়ারের ৪০০তম উইকেট শিকার করেন স্টেইন। বাংলাদেশ ওপেনার তামিম ইকবালকে ক্যাচ আউট করার মাধ্যমে। যা ভিন্ন ধরনের একটি রেকর্ড উপহার দেয় পালাবোরোয়ার বোলিং প্রতিভাকে। সেটা হলো- কমপক্ষে ৪০০ উইকেট দখল করা বোলারদের মধ্যে গড় হিসেবে চতুর্থ সেরা স্টেইন। ওয়েস্ট ইন্ডিজের কার্টলি অ্যামব্রোশ, অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাকগ্রা ও নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলির পরেই ৩২ বছর বয়সী পেসারের অবস্থান। সেরা ত্রয়ীর বোলিং গড় হলো- ২০ দশমিক ৯৯, ২১ দশমিক ৬৪ এবং ২২ দশমিক ২৯। অন্যদিকে স্টেইনের বোলিং গড় ২২ দশমিক ৪৮।

টেস্টে উইকেট শিকারের বোলিং গড়ে স্টেইনের পরে অবস্থান করছেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন, দক্ষিণ আফ্রিকার শন পোলক, পাকিস্তানের ওয়াসিম আকরাম, ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ, অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন, ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, ভারতের কপিল দেব, অনিল কুম্বলে এবং হারভজন সিং। প্রসঙ্গত, টেস্টে সর্বোচ্চ ৮০০ উইকেটের মালিক লঙ্কান কিংবদন্তি মুরালি। ১৯৯২-২০১০ পর্যন্ত ১৩৩টি টেস্ট খেলেন ক্যান্ডির বোলিং বিস্ময়।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়