টাইগারদের ‘নতুন’ চ্যালেঞ্জ
ঢাকা: টানা ক্রিকেট থেকে মুক্তি মিলছে বাংলাদেশের। সামনে কেবলমাত্র অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেটাও অগামী সেপ্টেম্বর মাসে। এর আগে ও পরে এই বছরে আর কোনও সিরিজ নেই টাইগার ক্রিকেটারদের। এটাকেই যতো ভয় বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের। ক্রিকেট থেকে দূরে সরে থাকার সময় নিজেদের ফর্ম ধরে রাখাটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ২৮ বছর বয়সী ক্রিকেটার।
সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “এখন আমাদের একটাই পরিকল্পনা নিজেদের ফর্ম ধরে রাখা। আমরা শেষ চারটি ওয়ানডে সিরিজ জিতেছি, টেস্টেও ভালো খেলেছি। সবমিলিয়ে এই সময়ে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। সেজন্য পরের সিরিজের আগে আমাদের লক্ষ্য থাকবে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখা। অস্ট্রেলিয়া সিরিজে যেন আমরা পারফর্ম করতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে।”
অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে মুশফিকের বক্তব্য,“সবাইকে নিজেদের পারফরম্যান্স ধরে রাখতে হবে। অবশ্য সেই সিরিজের আগেই আমাদের স্কিল ডেভেলপম্যান্ট ক্যাম্প শুরু হবে। সেই ক্যাম্পিংয়ের একটাই উদ্দেশ্য থাকবে, আমরা যেন ভালোভাবে ফিরে আসতে পারি এবং দল হিসেবে ভালো করতে পারি। আশা করছি অস্ট্রেলিয়া সিরিজেও নিজেদের সেরাটা দেখাতে পারব।”
দলের তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে মুশফিকের মূল্যায়ন, “সবাই অভিষেক থেকেই দারুণ শুরু করছে। এটা অবশ্যই ভালো একটি বিষয়। তবে এটা নিয়ে খুব বেশি খুশি হওয়ার কিছুই নেই। এটা ধরে রাখতে হবে। আমরা সবাই দেশের জন্য খেলি। এটা আমাদের পেশা। আমাদেরকে অবশ্যই আরও উন্নতি করতে হবে। তাছাড়া সবাইকে এটাও খেয়াল রাখতে হবে, খেলাধুলায় খারাপ সময় আসেই। ”
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে
নিউজবাংলাদেশ.কম








