News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:১৪, ৩ আগস্ট ২০১৫
আপডেট: ২১:২৭, ১৯ জানুয়ারি ২০২০

শেষ দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় ক্ষুব্ধ মুশফিক

শেষ দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় ক্ষুব্ধ মুশফিক

ঢাকা: আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা মানেই টাইগার ক্রিকেটারদের জন্য নতুন কিছু শেখার বিশাল এক সুযোগ। কিন্তু মিরপুর টেস্টের শেষ দিনে ম্যাচ অফিশিয়ালদের ভুল সিদ্ধান্তের কারণে সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশর ক্রিকেটাররা!

দুই দলের অধিনায়কদের সাথে আলোচনা না করেই ম্যাচ পরিত্যক্ত করায় ক্ষুব্ধ স্বাগতিক অধিনায়ক মুশফিকুর রহিম। সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। মুশফিক আরও জানান, ম্যাচ অফিশিয়ালরা নাকি মাঠে নামার আগেই ম্যাচ পরিত্যক্তের সিদ্ধান্ত নেন।

দিনের খেলা শুরু করার জন্য সকাল ৮টা ২০ মিনিটেই স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন দুই দলের ক্রিকেটাররা। খেলা শুরুর কথা ছিল- সকাল সাড়ে নয়টায়। সেখানে সকাল ৮টা ৪৫ মিনিটেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এ বিষয়ে মুশফিক বলেন, “খেলার জন্য প্রস্তুতি নেওয়ার সময় মাঠে নামার আগেই আমরা শুনতে পাই খেলা হচ্ছে না। আমরা জানতে পারলাম মাঠের আউটফিল্ড শুকাতে আরও দুই-তিন ঘণ্টা লেগে যাবে। তারপর তিনটা ইনিংস খেলা সম্ভব নয় বলে ম্যাচ অফিশিয়ালরা এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে এটা আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা। এটা আমাদের হাতে নেই এবং এ বিষয়ে দুই দলের কাউকেই কিছু বলা হয়নি।”

এমন পরিস্থিতিতে আগে কখনও পড়েছেন কিনা এমন প্রশ্নে মুশফিক বলেন,“এর আগে কখনও এমন পরিস্থিতিতে পড়িনি। এমন পরিস্থিতি তৈরি হলে অবশ্যই দুই অধিনায়কের সঙ্গে কথা বলা উচিত। হ্যাঁ, আজ (সোমবার) শেষ দিনের খেলা হলেও হয়তো ফলাফল আসতো না। তবে ওদের সাথে খেলার কারণে আমরা কিছু শিখতে পারতাম। আসলে ম্যাচ অফিশিয়ালরা হয়তো যা ভালো মনে করেছেন তাই করছেন, এখানে আমাদের কিছুই করার নেই।”

দিন দিন মাঠের পরিস্থিতি খারাপ হচ্ছে কিনা এমন প্রশ্নে মুশফিক বলেন,“এতো বড় মাঠ ঢেকে রাখা কঠিন। আসলে আবহাওয়ার ওপর কারও হাত নেই। তবে মাঠ অনেক ভালো। গতকাল রিয়াদ ভাই বলেছেন, হারা-জেতা পরের ব্যপার; এরকম এক নম্বর দলের সাথে খেলা মানে অনেক কিছু শিখতে পারা। সেজন্য আজ তাদের বিপক্ষে খেলতে না পারায় আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হলাম।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়