News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫১, ৩ আগস্ট ২০১৫
আপডেট: ১৩:০৯, ১৮ জানুয়ারি ২০২০

আবারও বার্সার হার

আবারও বার্সার হার

ঢাকা: প্রাক মৌসুমে হারের চক্কর থেকে বের হতে পারছে না স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। রোববার প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ইতালির দল ফিওরেন্টিনার কাছে ২-১ গোলে হেরেছে ইউরোপ চ্যাম্পিয়নরা।

লিওনেল মেসি, নেইমার ও হাভিয়ের মাসচেরানোকে ছেড়ে খেলতে নেমে টানা তৃতীয় ম্যাচ হারলো বার্সা। আমেরিকা সফরের প্রথম ম্যাচে মেজর লিগ সকারের দল এলএ গ্যালাক্সিকে হারিয়ে প্রস্তুতি টুর্নামেন্ট শুরু করেছিল লুইস এনরিকের শিষ্যরা। কিন্তু এরপর ম্যানইউ ও চেলসির বিপক্ষে টানা দুই ম্যাচে হারে তারা। রোববারও সেই চিত্রটা বদলায়নি।

ইতালির ফ্লোরেন্সের এস্টাডিও ফ্লোরেন্সে খেলতে নেমে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে গিয়েছিল ফিওরেন্টিনা। আজ্জুরিদের অনূর্ধ্ব-২১ দলের মিডফিল্ডার ফেডরিকো বার্নারদেসি ফিওরেন্টিনাকে এগিয়ে দেন। সেটা ম্যাচের চার মিনিটের ঘটনা। ৮ মিনিট বাদে সেই তিনিই ব্যবধান দ্বিগুণ করেন। ১৭ মিনিটে একটি গোল শোধ দেয় বার্সা। উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ সেই গোলটি করেন।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়