মাঠেই প্রমাণ করতে চেয়েছিল টাইগাররা
ঢাকা: আইসিসির টেস্ট র্যাংকিংয়ে এক নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার সাথে টেস্ট সিরিজ ড্র হলেই র্যাংকিংয়ে ছয় পয়েন্ট পাবে বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে প্রোটিয়াদের সাথে টেস্ট সিরিজ জয়ের চেয়ে মাঠে খেলা হলেই বেশি উপভোগ করত টাইগাররা।
রোববার মিরপুরে সংবাদ সম্মেলনে এমন কথাই বলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
তিনি বলেন, “ড্রয়ের কারণে ৬ পয়েন্ট পাওয়ার চেয়ে খেলাটাই আমরা বেশি উপভোগ করতাম। আবহাওয়ার ওপর তো আর কারো হাত নেই। দেখা যাক কালকে দিনটা কেমন হয়।”
রিয়াদ বলেন, “পুরো পাঁচদিন যদি দুটি টেস্ট ম্যাচ খেলতে পারতাম তাহলে প্রস্তুতিটা খুবই ভালো হতো। জয়-পরাজয় যা-ই হোক না কেন সেটা আমাদের কাজে দিত। কারণ আমরা বিশ্বের সেরা দলটির বিপক্ষে খেলতাম। এটা আমাদের জন্যে ইতিবাচক হতো। আমাদের স্কিল আরও ঝালিয়ে নিতে পারতাম।”
অস্ট্রেলিয়া সিরিজি নিয়ে রিয়াদ বলেন, “অস্ট্রেলিয়া সিরিজের আগে আমিও শুনলাম বিসিএল শুরু হবে। এটা ইতিবাচক দিক। দুই সপ্তাহ বিশ্রামে থাকার পর হয়তো ট্রেনিং শুরু হবে। এরপর আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা। যদি বিসিএল খেলা হয় তাহলে তো ভালো। ম্যাচ খেলে নিজেদেরকে ঝালিয়ে নিতে পারব।”
নাসিরের বিষয়ে তিনি বলেন, “আজ সকালে নাসির বলছিল, ভাইয়া ভালো লাগছে না। দুদিন ধরে নট আউট আছি। আমরা তো সবাই চাচ্ছি খেলতে। কিন্তু আমরা পরিস্থিতির শিকার। দেখা যাক কাল কী হয়।”
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই/এজে
নিউজবাংলাদেশ.কম








