News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৪, ২ আগস্ট ২০১৫
আপডেট: ১৩:০৯, ১৮ জানুয়ারি ২০২০

অজিরা আসছে ২৮ সেপ্টেম্বর

অস্ট্রেলিয়া সিরিজের সূচি ঘোষণা

অস্ট্রেলিয়া সিরিজের সূচি ঘোষণা

ঢাকা: বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। রোববার দুপুরে এ সূচি প্রকাশ করেছে বিসিবি। টাইগারদের বিপক্ষে মাত্র দুই টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় আসছে তারা।

সূচি অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরপর মিরপুরে টানা চারদিনের অনুশীলন শেষে ৩ অক্টোবর থেকে বিসিবি একাদশের বিপক্ষে ফতুল্লায় একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা।

এরপর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ৯ অক্টোবর চট্টগ্রামে শুরু হবে। সফরের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ১৭ অক্টোবর ঢাকায় শুরু হবে। এরপর ২২ তারিখেই উড়াল দেবে সফরকারীরা।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফএ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়