News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩১, ২ আগস্ট ২০১৫
আপডেট: ১৩:০৯, ১৮ জানুয়ারি ২০২০

বৃষ্টিতে পরিত্যক্ত চতুর্থ দিনও

ফুটবল খেলেই হোটেলে ফিরলেন মুশফিকরা

ফুটবল খেলেই হোটেলে ফিরলেন মুশফিকরা

ঢাকা: ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। দুপুর ১২টায় দ্বিতীয় দফায় ভারি বৃষ্টির কারণে ১টা ৫ মিনিটে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর ফলে ঢাকা টেস্টেও চট্টগ্রাম টেস্টের মতো নিশ্চিত ড্র হতে যাচ্ছে।

বৃষ্টির কারণে টানা তিনদিন খেলা পরিত্যক্ত হলো।

চতুর্থ দিনের প্রথম সেশনের পর বৃষ্টি থেমেছিল। ফলে খেলা শুরুর প্রস্ততিও চলছিল। এ দিনও মাঠে উপস্থিত হয়েছিলেন মুশফিক-আমলারা। কিন্তু হঠাৎ ভারী বর্ষণ শুরু হলে সেই সম্ভাবনাও ভেসে যায়।

প্রোটিয়ারা টানা তিন মাঠে নামার সুযোগ না পেলেও মুশফিকরা মাঠে নেমেছিলেন। তবে ব্যাট-বল হাতে নয়, ফুটবল পায়ে। দ্বিতীয় দফায় বৃষ্টির আগে স্টেডিয়ামের ভেতরেই বাংলাদেশ ক্রিকেট দল ফুটবল নিয়ে অনুশীলন করে। এরপর মুশফিক-রিয়াদরা চলে যায় একাডেমি মাঠে। সেখানে প্রায় ঘণ্টাখানিক সময় ফুটল খেললেন। ম্যাচ পরিত্যক্তের ঘোষণা শুনে ফিরে গেলেন হোটেলে।

 

সিরিজ নির্ধারণী ম্যাচের প্রথম দিন টসে জিতে ব্যাট করে বাংলাদেশ আট উইকেট হারিয়ে ৮৮.১ ওভারে ২৪৬ রান সংগ্রহ করে। ফলে দুই উইকেট হাতে নিয়ে ব্যাটিংয়ে নামার কথা ছিল টাইগারদের।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘কোমেনের’ প্রভাবে শুক্রবার রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে ঢাকাসহ সারাদেশেই। 

এর আগে প্রথম দিনের খেলা হলেও বৃষ্টির দাপটে দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলাও মাঠে গড়াতে পারেনি।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে শুক্রবার রাত থেকেই সারা দেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে। 

সিরিজ নির্ধারণী ম্যাচের টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ৮৮.১ ওভারে ২৪৬ রান সংগ্রহ করে।

বৃষ্টির কারণে চট্রগ্রামে দু’দলের প্রথম টেস্টটি ড্র হয়।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়