News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৫, ১৮ জুলাই ২০২৫

স্বৈরাচারের সক্রিয় গোষ্ঠী এখনও দেশে রয়েছে: ডা. জাহিদ

স্বৈরাচারের সক্রিয় গোষ্ঠী এখনও দেশে রয়েছে: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে সংঘটিত সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, 'এ ঘটনা প্রমাণ করে, দেশে এখনও স্বৈরাচারের সক্রিয় গোষ্ঠী রয়েছে।'

শুক্রবার (১৮ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

জাহিদ হোসেন বলেন, 'তারেক রহমানকে নিয়ে কুৎসা রটানো হয়েছে, জিয়াউর রহমানকে ব্যঙ্গ করা হয়েছে—এগুলো রাজনীতির ভাষা নয়, এগুলো স্বৈরাচারের ভাষা।' তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্রের মাধ্যমে কেউ কেউ চোরাই পথে ক্ষমতায় আসার চেষ্টা করছে, তবে জনগণ তা কখনো মেনে নেবে না।

তিনি আরও বলেন, 'দেশে এখন আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।'

আরও পড়ুন: একটি মহল পরিকল্পিতভাবে আইন-শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে: বিএনপি

মিটফোর্ড হত্যাকাণ্ড প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, 'এ ঘটনায় দলীয় ট্যাগ না দিয়ে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। যারা অন্যায় করবে, তারা যেই হোক, তাদের শাস্তি নিশ্চিত করা সরকারের দায়িত্ব।'

বিচার ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, 'আদালতে যেন জনগণ ন্যায্য বিচার পায়, তা নিশ্চিত করতে হবে।'

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়