‘আমরাই এখন বাংলাদেশে সবচেয়ে বড় মাফিয়া’

ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক এক বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে উস্কানিমূলক ও বিপ্লবী চেতনায় তুলোধুনো করেছেন।
তিনি দাবি করেন, বাংলাদেশে এখন সবচেয়ে বড় মাফিয়া আমরাই। শেখ হাসিনার মতো মাফিয়াকে বিদায় করেছি, আর কেউ মাফিয়া হওয়ার সাহস দেখালে তাকেও ছাড় দেওয়া হবে না।
সোমবার (৯ জুন) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এক বক্তব্যে এমন দাবি করেন তিনি।
মানিক বলেন, আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি। ১৬-১৭ বছর ধরে যে নেতৃত্বহীনতার রাজনীতি চলছিল, তা আমরা বদলে দিয়েছি। কেউ যদি ভাবে শিক্ষার্থীদের কাজ শেষ, তারা এখন ক্যাম্পাসে ফিরে যাবে, তাহলে ভুল করবে। ১৬ বছরের এক মাফিয়াকে যেহেতু আমরা হটাতে পেরেছি, নতুন কেউ মাফিয়া হয়ে উঠতে চায়; আমরা তাদের বলব, এখন বাংলাদেশে যদি বড় মাফিয়া থাকে, আমরাই হচ্ছি বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া নেই।।
এই বক্তব্যে তিনি স্পষ্টভাবে সরকারি দলের সাবেক নেতা ও মন্ত্রীদের প্রতি কটাক্ষ করেন এবং ইঙ্গিত দেন যে আন্দোলনের নেতৃত্ব এখন এনসিপির হাতে।
আরও পড়ুন: গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপে শিক্ষার বিকল্প নেই: ফখরুল
সমাবেশে জুবাইরুল আলমের মুখে “আমরাই বড় মাফিয়া”—এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। যেখানে একদল এটিকে বিপ্লবের সাহসী ভাষা হিসেবে প্রশংসা করছে, অন্যদিকে সমালোচকরা বলছেন, এটি রাজনৈতিক চরমপন্থা এবং অপরাধীকরণকে স্বীকৃতি দেওয়ার নামান্তর।
তবে মানিক তার বক্তব্যে আরও বলেন, আমরা যদি শাহ আমানত সেতু ২০-২৫ জন মিলে বন্ধ করে দিতে পারি, তাহলে আর কিসে ভয়? সংখ্যা গুরুত্বপূর্ণ নয়, নেতৃত্ব গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে জুলাই মাসের গণআন্দোলনে আহত এনসিপি কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন আন্দোলনের সময় আহত মো. জাবেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ শাহেদুল আলম, এনসিপি নেতা দেলোয়ার হোসেন প্রমুখ। এসময় বক্তব্য রাখেন এম ইউ মাহমুদ, যিনি পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
জুবাইরুল আলম বলেন, আমরা কেবল আন্দোলন করতে জানি না, আমরা নেতৃত্ব দিতেও জানি। আজ যারা এখানে আছে, এদের মধ্য থেকেই ভবিষ্যতের চেয়ারম্যান, মেম্বার, মেয়র তৈরি হবে।
তিনি আরও জানান, এনসিপি শুধুমাত্র ছাত্র ও তরুণদের আন্দোলনের দল নয়, এটি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার একটি জাতীয় প্ল্যাটফর্ম।
তার ভাষায়, আমাদের আন্দোলন কেবল ক্ষমতার জন্য নয়, এটি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই।
এই বক্তব্যের মাধ্যমে এনসিপি নেতা মানিক হয়তো তার দলের তৃণমূলের শক্তি ও আত্মবিশ্বাসের জানান দিতে চেয়েছেন। তবে “মাফিয়া” শব্দের সরাসরি প্রয়োগ এবং সাবেক প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে নেতিবাচক তুলনা রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিতে পারে।
নিউজবাংলাদেশ.কম/পলি