‘লুটেরা গোষ্ঠীর স্বার্থেই গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে’
ঢাকা: দেশি-বিদেশি লুটেরা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতেই গণবিরোধী সরকার গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- ন্যাপ।
শনিবার গণমাধম্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এক বিবৃতিতে এ অভিযোগ করেন।
বিবৃতিতে তারা বলেন, “জনস্বার্থ বিরোধী বর্তমান আওয়ামী লীগ সরকার আগের মেয়াদেও কয়েকবার বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছিল আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির দোহাই দিয়ে। আর এখন যখন আবারো বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি করল তখন আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য হ্রাস পেয়েছে। এখন কি অজুহাত দাঁড় করাবে জনগণের সামনে?”
তারা বলেন, “গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সঠিক কারণ ব্যাখ্যা না করে অনৈতিক সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী আবারো গ্যাসের মূল্যবৃদ্ধি করা হবে বলে অগ্রিম ঘোষণা দিয়ে জনগণের সঙ্গে পরিহাস করার মত ধৃষ্টতা দেখাচ্ছেন। এর মাধ্যমে প্রমাণিত হলো সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। যেহেতু বিনাভোটে তারা সরকার গঠন করেছে, সেহেতু জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। তারা প্রকৃত অর্থে লুটেরা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতেই বার বার বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি করছে।”
তারা অবিলম্বে জনস্বার্থ বিরোধী এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান।
নিউজবাংলাদেশ.কম/এফএ/এজে
নিউজবাংলাদেশ.কম








