কাজী জাফরের মৃত্যুতে ফিনল্যান্ড বিএনপির শোক
জাতীয় পার্টির সভাপতি ও ২০ দলীয় জোটের শরীক কাজী জাফর আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফিনল্যান্ড শাখা।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে ফিনল্যান্ড বিএনপির নেতারা বলেন, কাজী জাফর আহমেদ ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অকুতোভয় সৈনিক ও কিংবদন্তীতুল্য রাজনীতিবিদ। বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও মানুষের মৌলিক অধিকারের স্বপক্ষে এক আপোষহীন সংগ্রামী নেতা। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নেও তিনি ছিলেন অনড় ও অবিচল।
বর্তমান সরকারের কার্যক্রমকে স্বৈরশাসন আখ্যা দিয়ে তারা বলেন, বর্তমান স্বৈরশাসকের বিরুদ্ধে নির্ভীকচিত্তে ২০ দলের সকল কর্মসূচি বাস্তবায়নে সাহসী ভূমিকা পালন করেছেন কাজী জাফর। অত্যাচারীর রক্তচক্ষুকে উপেক্ষা করে গণতান্ত্রিক আন্দোলনে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ়করণে তার অবদান অনস্বীকার্য। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে ন্যায়নীতি, আর্দশ ও জনগণের প্রতি অঙ্গীকারে অবিচল থেকেছেন তিনি। তার মধ্যে ছিল গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অবিচল অঙ্গীকার। তার মৃত্যুতে বর্তমানে বিদ্যমান জাতীয় রাজনৈতিক সংকট নিরসনের ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হলো।”
ফিনল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ মরহুম কাজী জাফর আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবাণীতে স্বাক্ষরকারীরা হলেন, ফিনল্যান্ড বিএনপি সভাপতি জামান সরকার, সাধারণ সম্পাদক মবিন মোহাম্মদ, সিনিয়র সহসভাপতি মোকলেসুর রহমান চপল, সহসভাপতি এজাজুল হক ভূঁইয়া রুবেল, বদরুম মনির ফেরদৌস, আওলাদ হোসেন, প্রদীপ কুমার সাহা, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক গাজী সামসুল আলম, আবদুল্লাহ আল মাসুদ, আবুল কালাম আজাদ, নিজাম আহমেদ, তাজুল ইসলাম, আনোয়ার হোসেন, সাইফুর রহমান সাইফ, মোস্তাক সরকার, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আহমেদ, আশরাফ উদ্দিন, মনিরুল ইসলাম, সোলেমান মো. জুয়েল, সাজ্জাদ মুন্না, নুরুল ইসলাম, সাগর, আরিফুজ্জামান বাবু, মামুন হোসেন, মুকুল হোসেন, সবুজ খান, রাসেল খান, নজরুল ইসলাম, জুয়েল, আরিফ আহমেদ, ফাহমিদ-উস-সালেহীন, হাসিব উদ্দিন, শাকিল নেওয়াজ ও সাজিদ খান জনি, এমরান হোসেন খান প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম








