প্রতিবাদ সমাবেশে এসে আটক হলেন ছাত্রদলের ১০ নেতাকর্মী
ঢাকা: ছাত্রদল সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত সভায় যোগ দিতে আসা সংগঠনের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় প্রেসক্লাবে প্রবেশ পথ থেকে তাদের আটক করে শাহবাগ থানা পুলিশ।
তাৎক্ষণিকভাবে আটকদের নাম জানা যায়নি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আটকের বিয়টি নিশ্চিত করে জানান, আটকের পর থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পটুয়াখালীতে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের হলরুমে প্রতিবাদ সভার আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রদল। আটক নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশে যোগ দিতেই প্রেসক্লাবের গেটে আসেন।
গত ২০ জুলাই রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসানসহ ছয়জনকে আটক করে দুমকি থানার পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








