বিষাক্ত রাজনীতির স্পর্শে সব প্রতিষ্ঠান বিষাক্ত হচ্ছে: এমাজউদ্দিন
ঢাকা: বিষাক্ত রাজনীতির স্পর্শ লেগে দেশের সব প্রতিষ্ঠান বিষাক্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ।
রোববার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সারা দেশে নৃশংস ও বর্বরোচিত নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এমাজউদ্দিন বলেন, “বাংলাদেশের রাজনীতি বিষাক্ত। তাই এ রাজনীতির স্পর্শ লেগে দেশের সব প্রতিষ্ঠান বিষাক্ত হচ্ছে। যতক্ষণ পর্যন্ত টক্সিক রাজনীতি সমাজ থেকে দূর করা সম্ভব হবে না, ততক্ষণ দেশ এভাবেই থাকবে।”
তিনি আরো বলেন, “সমাজ থেকে রাজনীতির দুর্বৃত্তায়ন দূর করতে হবে। পাশাপাশি নারী-পুরুষকে একইসাথে বাসযোগ্য পরিবেশ সৃষ্টি করতে হবে।”
এমাজউদ্দিন বলেন, “রাজনীতির কালো থাবা থেকে মায়ের গর্ভের শিশু পর্যন্ত রেহাই পাচ্ছে না। বর্তমানে দেশে নারী-শিশুর অধিকার নিম্ন পর্যায়ে নেমে গেছে। তাদের অধিকার রক্ষার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের আচরণ গ্রহণযোগ্য নয়। তাদের বিচারের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তাদের আচরণও সঠিক নয়।”
তিনি বলেন, “সীমাহিন ত্যাগ স্বীকার করেই এ রাষ্ট্রের জন্ম হয়েছে। এ রাষ্ট্রে নারী-শিশু নির্যাতন মেনে নেওয়া হবে না।”
আয়োজক সংগঠনের সভাপতি নূরী আরা সাফার সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, সংগঠনের সাধারণ সম্পাদিকা শিরীন সুলতানা প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস/এজে
নিউজবাংলাদেশ.কম








