পানি সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ হতে হবে: নজরুল ইসলাম
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের পানি সমস্যা কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলীয় বিষয় নয়। এই সমস্যা আওয়ামী লীগ, বিএনপির নয়, এই সমস্যা জাতির সবার। দলমত নির্বিশেষে সবাইকে জাতীয় স্বার্থে পানি সমস্যা নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, ভারতের কাছ থেকে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা আদায়ে গণমাধ্যম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের স্বার্থে এই ন্যায্য পানির হিস্যার জন্য তারাই বেশি ভূমিকা রাখতে পারেন। কারণ তারা ইতিপূর্বে অনেক অজানা গুরুত্বপূর্ণ বিষয় ঝুঁকি নিয়ে জাতির সামনে তুলে ধরেছেন। যেটা রাজনীতিবিদ কিংবা অন্য কারো পক্ষে সম্ভব নয়।
শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে খেলাফত মজলিস আয়োজিত ‘আন্তর্জাতিক পানি নীতি ও বাংলাদেশের নদ-নদী’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।
বিএনপির এ নীতি নির্ধারক বলেন, সাংবাদিকরাই জাতির সামনে রানা প্লাজা, বিচার বহির্ভূত হত্যকাণ্ডসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। এজন্য ভারতের আন্তঃনদী প্রকল্পের কারণে বাংলাদেশের ভবিষ্যত বিপর্যয়ের বিষয়টি সাংবাদিকরা উপস্থাপন করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জাতিকে সচেতন করে তুলতে পারে।
তিনি বলেন, ভারতের আন্তঃনদী প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশে নদী বলতে আর কিছুই থাকবে না। ফারাক্কার কারণে উত্তরবঙ্গে এখন যেমন মরুভূমি আর লবণাক্ত পানি। আন্তঃনদী প্রকল্প বাস্তবায়ন হলে অদূর ভবিষ্যতে দেশের সবগুলো নদ-নদী মরুভূমি আর লবণাক্ত পানিতে পরিণত হবে। যমুনার ভাঙনে আজ আমরা সর্বস্বান্ত। ভবিষ্যতে আপনারাও যে সর্বস্বান্ত হবেন না তার কোনো নিশ্চয়তা নেই।
খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমাজ উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক।
তিনি বলেন, ভারতের সঙ্গে অমীমাংসিত পানি সমস্যা এখন বাংলাদেশের জীবন-মরণ সমস্যা। এই সমস্যা যদি দ্রুত সমাধান করা না যায়, তাহলে বছরের পর বছর ধরে আমাদের ভুগতে হবে। তিনি বলেন, ছিটমহল সমস্যা সমাধান করতে ৪১ বছর লেগেছে। আর এ সমস্যা সমাধান হতে কত বছর লাগবে সহজে অনুমেয়।
জেনারেল ইব্রাহিম বলেন, আন্তর্জাতিক আইন মেনে দুই দেশ যাতে উপকৃত হয়, সেভাবেই পানি সমস্যা সমাধান করতে হবে। আর এজন্য দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য প্রয়োজন। দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই পানির জন্য সোচ্চার হতে হবে।
গোলটেবিলে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহবুব মোর্শেদ। আলোচনায় অংশ নেন সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, ড. আব্দুল লতিফ মাসুম, খেলাফত মজলিসের নায়েবে আমির সৈয়দ মুজিবুর রহমান, মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, অ্যাড. জাহাঙ্গির হোসেন, ড. মোস্তাফিজুর রহমান, মাওলানা আহমদ আলী কাসেমি, শাহেদুর রহমান তামান্না প্রমুখ।
নিউজবাংলাদেশ/আরআর/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








