‘লুটেরাদের স্বার্থ রক্ষা করতেই গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি’
ঢাকা: লুটেরাদের স্বার্থ রক্ষা করতেই গণবিরোধী সরকার গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি করছে বলে অভিযোগ করেছে, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া একথা বলেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “যেহেতু বিনাভোটে তারা সরকার গঠন করেছে, সেহেতু জনগণের কাছে তাদের কোন জবাবদিহিতা নাই। তারা প্রকৃত অর্থে লুটেরাগোষ্ঠীর স্বার্থ রক্ষা করতেই বারবার বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি করছে।”
‘জ্বালানি মন্ত্রণালয় জনগণের স্বার্থ রক্ষা না করে বহুজাতিক কোম্পানির স্বার্থ রক্ষা করছে’, অভিযোগ করে নেতৃদ্বয় বলেন, “এ সরকারের গত আমলে ৬ বার দাম বাড়ানো হয়েছিল। তখন বলা হয়েছিল, বিশ্ববাজারে তেলের দাম বেশি তাই বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে দাম কমলেও গ্যাস-বিদ্যুতের দাম আবার কমানো হবে। কিন্তু এখন বিশ্ববাজারে তেলের দাম কমলেও এদেশে দাম বাড়ানো হচ্ছে।”
অবিলম্বে জনস্বার্থ বিরোধী এ সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়ে তারা আরো বলেন, “গ্যাস এবং বিদ্যুতের বর্ধিতমূল্য জনগণ মেনে নেবে না, নিতে পারে না। উচ্চমূল্যের এই বাজারে সরকারের এই সিদ্ধান্ত জনগণের দুর্দশা বাড়িয়ে দেবে।”
নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম








