আন্দোলনকে ছোট করে দেখলে সরকার ভুল করবে: গাজী
ঢাকা: সাংবাদিক নেতা শওকত মাহমুদের মুক্তির দাবিতে চলমান আন্দোলনকে ছোট করে দেখলে সরকার ভুল করবে বলে মন্তব্য করেছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সাংবাদিক শওকত মাহমুদের মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “শওকত মাহমুদের মুক্তির দাবিতে চলমান আন্দোলনকে ছোট করে দেখলে সরকার ভুল করবে। রিমান্ডের নামে তাকে নির্যাতন করা হলে সমস্ত দায় সরকারকেই নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ২৫ জন সাংবাদিক হত্যার বিচার, বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া এবং মাহমুদুর রহমান ও শওকত মাহমুদকে মুক্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত সাংবাদিকরা আন্দলোন চালিয়ে যাবে।”
তিনি আরো বলেন, “শওকত মাহমুদ কোনো বাসে আগুন দেননি। যারা এ অভিযোগে তাকে গ্রেফতার করেছে তার নিজেরাই এটি বিশ্বাস করেন না।”
শওকত মাহমুদের ৯৭ দিন রিমান্ড চাওয়া হয়েছে জানিয়ে এ সময় বক্তারা জানান, এর মধ্যে তার আট দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। মিথ্যা মামলা দিয়ে একের পর এক রিমান্ড দিয়ে তাকে নির্যাতন করা হচ্ছে। সাংবাদিকরা যাতে রুটি-রুজির আন্দোলন করতে না পারে সেজন্যই এ নির্যাতন।
বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল্লার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের মহাসচিব এমএ আজিজ, ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক আনোয়ার কবির বুলু প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস/এজে
নিউজবাংলাদেশ.কম








