News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৬, ২৯ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:১৭, ১৮ জানুয়ারি ২০২০

গ্রেনেড হামলায় খালেদা-তারেক সরাসরি জড়িত: মুক্তিযুদ্ধ মন্ত্রী

গ্রেনেড হামলায় খালেদা-তারেক সরাসরি জড়িত: মুক্তিযুদ্ধ মন্ত্রী

ঢাকা: ২১ আগস্ট গ্রেনেড হামলায় খালেদা জিয়া ‍ও তারেক রহমান সরাসরি জড়িত বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মুজিবসেনা ঐক্যলীগ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ দাবি করেন।

মোজাম্মেল হক বলেন, “২১ আগস্ট গ্রেনেড হামলায় খালেদা জিয়া ‍ও তারেক রহমান সরাসরি জড়িত। হাওয়া ভবন থেকে শেখ হাসিনাকে হত্যার যে ষড়যন্ত্র শুরু হয় তা ব্যর্থ হলেও এখনও সে চেষ্টা অব্যাহত আছে। খুনী তারেক জিয়া দেশে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে এখন লন্ডনে বসে এফবিআইকে ভাড়া করে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করে। তার সে ষড়যন্ত্রও ব্যর্থ হয়।”

বঙ্গবন্ধুর খুনীদের বিচার হয়েছে এবং হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, “এবার আমাদের শপথ নেওয়ার পালা। ২১ আগস্টে হত্যার মূল নায়ক এবং যে সকল প্রতিষ্ঠান পেছন থেকে সহযোগিতা করেছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সব বাধা ও ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধুর রক্ত বহমান। আমরা তার রক্ত বৃথা যেতে দেব না।”

মুজিবসেনা ঐক্যলীগের সভাপতি এইচ এম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়