News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫২, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০২:১৫, ২৯ জানুয়ারি ২০২০

খালেদা-তারেককে ফাঁসির কাষ্ঠে ঝোলাতে হবে: তথ্যমন্ত্রী

খালেদা-তারেককে ফাঁসির কাষ্ঠে ঝোলাতে হবে: তথ্যমন্ত্রী

ঢাকা: আগুন সন্ত্রাস ও ২১ আগস্টের ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বিচারের আওতায় এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কবি মাদবর রফিক রচিত ‘অবিনাশী কণ্ঠস্বর’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ‍আলোচনা অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

ইনু বলেন, “আগুন-সন্ত্রাসে জড়িত খালেদা জিয়া ও একুশে আগস্টের গ্রেনেড হামলায় জড়িত তারেক রহমানের বিচার করতে হবে। আজকে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে হাঁটছে, তাদের বিচার করা না হলে এ উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাদেরকে বিচারের আওতায় এনে ফাঁসির কাষ্ঠে ঝোলাতে হবে।”

তিনি আরো বলেন, “একাত্তরের যুদ্ধাপরাধী ও পঁচাত্তরের খুনীদের যেভাবে বিচার করা হয়েছে, একইভাবে আগুন-সন্ত্রাসী ও একুশে আগস্টের গ্রেনেড হামলাকারীদের বিচার করতে হবে। অনেকেই খালেদা-তারেককে বাঁচানোর জন্য তাদের গণতন্ত্রের বারান্দায় রাখার চেষ্টা করছে। উন্নয়ন ও সমৃদ্ধির পথের বাধা দূর করতে খালেদা-তারেককে বিচারের আওতায় এনে শায়েস্তা করতে হবে।”

তথ্যমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে ঠিকই, কিন্তু তার স্বপ্ন ও আদর্শকে হত্যা করতে পারেনি। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন হচ্ছে। দেশে আর সামরিক শাসন ও সাম্প্রদায়িক রাজনীতি চলবে না। স্বাধীনতা-বিরোধীরা দেশকে অন্ধকারের দিকে নিয়ে গিয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে সেখান থেকে আলোর পথে নিয়ে এসেছেন।”

মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান আমির আলী সভাপতিত্বে মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী মিজানুর রহমান শেলী, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফি কামাল প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়