News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২২, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:১৭, ১৮ জানুয়ারি ২০২০

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত

সিলেট: সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা নিউজবাংলাদেশকে জানান, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের দায়িত্বশীলরা সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে যুক্ত থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার জরুরি সিদ্ধান্ত হয়েছে।

জেলা ছাত্রলীগের একাধিক দায়িত্বশীল নেতা নিউজবাংলাদেশকে জানান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ডে সন্তুষ্ট নন কেন্দ্রীয় কমিটি। বুধবার জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ কেন্দ্রীয় কমিটিকে না জানিয়ে সহ-সভাপতি সুব্রত সরকারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়ে শ্রীলংকা সফরে গেছেন। বিষয়টি কেন্দ্রীয় কমিটির নেতারা জানার পর ক্ষুব্ধ হয়ে জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে দেন।”

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন নিউজবাংলাদেশকে বলেন, “সংগঠনে কোনো বিশৃঙ্খলা সহ্য হরা হবে না। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ দেশের বাইরে যাবেন, অথচ সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিকে তিনি জানানোর দরকার মনে করেননি। এ ধরনের বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না।”

তিনি আরো বলেন, “যাওয়ার সময় ফজলে রাব্বি স্মরণ ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে গেছেন, অথচ যাকে দিয়েছেন তিনি বিবাহিত। এসব কারণে মনে করা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা মেনে চলছেন না দায়িত্বশীলরা। তাই সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।”

জেলা কমিটির সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী নিউজবাংলাদেশকে বলেন, “ফোনে এ ব্যাপারে আমাকে একজন বলেছেন। তবে কেন্দ্রের কোনো নেতা আমাকে কিছু জানাননি।”

জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন নিউজবাংলাদেশকে বলেন, “বৃহস্পতিবার রাতে বিভিন্ন আঞ্চলিক পত্রিকার অনলাইনে ও ফেসবুকে স্ট্যাটাস দেখছি। তবে কেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে, তা জানি না।”

উল্লেখ্য, ২০১০ সালে ফজলে রাব্বী স্মরণকে সভাপতি ও রফিক আহমেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে দশ সদস্যবিশিষ্ট জেলা ছাত্রলীগ কমিটি গঠন করা হয়। পরে ২০১৪ সালে আবারো সভাপতি-সাধারণ সম্পাদক ঠিক রেখে ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়। এর আগে একবার কেন্দ্র থেকে সম্মেলন করার তারিখ ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত সম্মেলন বাস্তবায়ন হয়নি।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়