News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৮, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:১৭, ১৮ জানুয়ারি ২০২০

‘সরকারের সঙ্গে ভালো আচরণ করে লাভ হবে না’

‘সরকারের সঙ্গে ভালো আচরণ করে লাভ হবে না’

ঢাকা: বিএনপি চেয়ারপারসেনর উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, এই সরকারের সঙ্গে ভালো আচরণ করে কোন লাভ হবে না। কারণ কুকুরের সঙ্গে ভালো আচরণ করে কোন কিছু পাওয়া যায় না। তাই যেমন কুকুর তেমন মুগুরের মত ব্যবহার করতে হবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে দিগন্ত টেলিভিশন আয়োজিত ‘দিগন্ত টেলিভিশনের ৭ম বর্ষপূর্তিতে সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি’ শীর্ষক প্রতিবাদ সংহতি সম্মিলনে তিনি একথা বলেন।

‘দিগন্ত টিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে চায়, সরকার তাই বন্ধ করে দিয়েছে’ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, “বর্তমান সরকার দিগন্ত টেলিভিশনকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে দেবে না বলেই তাদের সম্প্রচার বন্ধ করে দিয়েছে।”

‘শেখ হাসিনা এবং তার দলের ক্ষমা নেই’ মন্তব্য করে বিশিষ্ট কলামিষ্ট ফরহাদ মজাহার বলেন, “শেখ হাসিনা রাষ্ট্রের নৈতিক ভিত্তি ধ্বংস করে দিয়েছে। ব্রিটিশরা একশ বছর ক্ষমতায় থেকে দেশকে যতটা না পিছিয়ে দিয়েছে তার চেয়ে বেশি পিছিয়ে দিয়েছে শেখ হাসিনা ও তার দল।”

দিগন্ত টেলিভিশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মাহবুবুল আলম গোরার সভাপতিত্বে প্রতিবাদ সংহতি সম্মিলনে আরও উপস্থিত ছিলেন- সাবেক বিচারপতি আব্দুল রউফ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, গণস্বাস্থ্য বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়