News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫২, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০৯:১৭, ১৮ জানুয়ারি ২০২০

‘বিএনপি-আ. লীগ সবাইকে দু’ভাগে ভাগ করে দিয়েছে’

‘বিএনপি-আ. লীগ সবাইকে দু’ভাগে ভাগ করে দিয়েছে’

ঢাকা: বিএনপি ও আওয়ামী লীগ সবাইকে দু’ভাগে ভাগ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যরিস্টার মঈনুল হোসেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে দিগন্ত টেলিভিশন আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন। দিগন্ত টেলিভিশনের সপ্তম বর্ষপূর্তিতে সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এ সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, “বিএনপি-আওয়ামী লীগ আজকে সাংবাদিক ও আইনজীবীসহ সবাইকে দু’ভাগে ভাগ করে দিয়েছে। এ দুই দল যাই বলুক, যে যখন ক্ষমতায় আসে সে তখন সঠিকভাবে গণতন্ত্রের দায়িত্ব পালন করে না।”

সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ এ সময় বলেন, “গণতন্ত্রের প্রাণশক্তি নির্বাচন। তবে তা এমনভাবে হতে হবে যাতে সাধারণ জনগণই নির্বাচন পরিচালনা করতে পারে। নির্বাচন কমিশনের কোনো মাতবরিই কাজে আসে না। সাধারণ মানুষকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হলে সুষ্ঠু নির্বাচন জরুরি।”

তিনি আরো বলেন, “রাজনৈতিক কোনো নেতা জনগণের কাছে ক্ষমতা ছেড়ে দিতে চায় না। প্রত্যেকেই চায় জনগণের ওপর প্রভাব খাটিয়ে চলতে।”

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, “দয়া করে আপনি একটু স্বস্তিতে কথা বলুন। চিন্তাকে একটু পরিষ্কার করুন। অতীতের কথা ভুলে যাবেন না।”

জামায়াতকে রাষ্ট্রের কাছে নতুনভাবে ক্ষমা চাওয়া আহ্বান জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এসময় বলেন, “জামায়াতের পূর্বপুরুষেরা ভুল করলে তার খেসারত তো বর্তমান নেতাকর্মীরা দিতে পারে না। তাই নতুনভাবে চিন্তা করে তাদেরকে এগিয়ে যেতে হবে।”

নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দীন বলেন, “দিগন্ত টেলিভিশন বন্ধ রেখে সরকার গণমাধ্যমের স্বাধীনতার কথা বলতে পারে না। এ টেলিভিশনের সাথে পাঁচ হাজার পরিবার জড়িত। তারা সরকারকে কিছু দিতে না পারলেও প্রাণভরে দোয়া করবে। যা কোনো একদিন সরকারের কাজে আসতে পারে।”

এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. খন্দকার মাহবুব হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মজহার প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়