জিয়া বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল: আমু
জবি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জিয়াউর রহমান ক্ষমতা দখল করে বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। তিনি ক্ষমতায় এসে প্রায় সাড়ে ১২ হাজার রাজাকারকে মুক্ত করে দিয়েছিলো।
বৃহস্পতিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নীলদলের উদ্যোগে ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, “তিনি জাতীয় শোক দিবসে কেক কাটার মাধ্যমে প্রমাণ করেছেন, জিয়াউর রহমান পাকিস্তানীদেরই দোসর ছিলো। খালেদা জিয়া বাংলাদেশকে পাকিস্তানের মতো একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে। এজন্য স্বাধীনতা বিরোধীদের নিয়ে তারা পেট্টোল বোমা মেরে, মানুষের জানমালালের ক্ষয়-ক্ষতি করে দেশে বিভিষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে।”
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে যেভাবে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল সেভাবে ২১ আগস্টে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে পুনরায় বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিলো। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তার কন্যা সেভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।”
বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, “জাতির জনককে যারা হত্যা করেছে তাদেরকে বিপথগামী বলে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে ছোট করা হয়। এ হত্যাকাণ্ডের পিছনে অনেক দেশী-বিদেশী ষড়যন্ত্র ছিলো। এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড, আর এ পরিকল্পনার অন্যতম ছিলেন মেজর জিয়াউর রহমান।”
আলোচনায় সভায় সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. মনিরুজ্জামান। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. মো. মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হোসেন প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








