News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২০, ৮ আগস্ট ২০১৫
আপডেট: ২১:৪৮, ১৯ জানুয়ারি ২০২০

রাজশাহী অঞ্চলটাই আ.লীগের জন্য খারাপ: ওমর ফারুক

রাজশাহী অঞ্চলটাই আ.লীগের জন্য খারাপ: ওমর ফারুক

রাজশাহী: রাজশাহী আ.লীগে বিএনিপি-জামায়াতের যোগদান ও নেতৃত্ব দখল প্রসঙ্গে আওয়ামী লীগের প্রবীণ নেতা জাতীয় কমিটির সদস্য ও  রাকসুর সাবেক ভিপি নুরুল ইসলাম ঠান্ডু বলেন, “ওমর ফারুক চৌধুরী আমার মাধ্যমেই আওয়ামী লীগে যোগদান করেন। পরে ২০০৪ সালে জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মোহাম্মদ  ফারুকের সাথে প্যানেল করে আমার রাজনীতি ধ্বংস করেন। এরপর তিনি তাজুল ইসলাম ফারুকের রাজনীতিও খেয়েছেন।”

নুরুল ইসলাম ঠান্ডুর অভিযোগ প্রসঙ্গে ওমর ফারুক চৌধুরীর মোবাইলে ফোন করলে তিনি বলেন, “এসব বাজে কথা, জেলাস থেকে বলা। সঠিক নয়।” তিনি বলেন, “রাজশাহী অঞ্চলটাই আওয়ামী লীগের জন্য খারাপ। অন্যদলের লোকদের না নিলে দল সমৃদ্ধ হবে কীভাবে? তাদের নিয়েই দলকে সমৃদ্ধ করতে হবে। কোনো ক্রিমিনালকে না নিলেই হলো।”

তিনি বলেন, “অন্য দল থেকে এলে গঠনতন্ত্র অনুযায়ী এক বছর পর পদ পেতে পারেন, যদি নেতাকর্মীরা পছন্দ করেন। বিএনপি থেকে যারা এসেছেন, তারা প্রপার কাউন্সিলের মাধ্যমে নেতা হয়েছেন।”

তিনি বলেন, “সেন্ট্রাল কমিটিতে যারা আছেন, তাদের কজন মায়ের পেট থেকে আওয়ামী লীগ করেন? আমিও দলে যোগদান করে এসেছি, তাই বলে আমার লেজ ধরে টানবেন? আমি পারফর্ম ভালো করছি তাই পদ পেয়েছি।”

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়