News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৮, ৮ আগস্ট ২০১৫
আপডেট: ২১:৪৮, ১৯ জানুয়ারি ২০২০

‘দেশের রাজনীতিকে অস্থিতিশীল করতে ব্লগার হত্যা হচ্ছে’

‘দেশের রাজনীতিকে অস্থিতিশীল করতে ব্লগার হত্যা হচ্ছে’

মাদারীপুর: ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডের প্রসঙ্গে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, “দেশের রাজনীতিকে অশান্ত করার জন্য একের পর এক ব্লগারদের হত্যা করা হচ্ছে। যারা ধর্মের নামে এ ধরনের হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছেন তারা ধর্মের অনুসারী নয়, বরং তারা ধর্মের বিপথগামী।”

শনিবার দুপুরে মাদারীপুরে নৌ মন্ত্রীর কার্যালয়ে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নৌমন্ত্রী আরো বলেন, “ধর্মের নামে যারা ব্লগার হত্যা করেন এটা তাদের কোনো আদর্শ হতে পারে না। যারা মানুষ খুন করেন তারা কী দিয়ে প্রমাণ করবেন এই হত্যাকাণ্ড জায়েজ। এ ধরনের ব্লগার হত্যা সত্যিই দুঃখজনক।”

এসময় বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের মাদারীপুর জেলা শাখার সভাপতি সাইদুর বাশার টফির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আসাদ্দুজামান দুর্জয়, সাবেক পৌর মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়