News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৭, ৮ আগস্ট ২০১৫
আপডেট: ০৭:৩২, ১৮ জানুয়ারি ২০২০

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি পদক্ষেপে হতাশ বিএনপি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি পদক্ষেপে হতাশ বিএনপি

ঢাকা: সারাদেশে নারী ও শিশু নির্যাতনসহ খুন, গুম, বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের তরফ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ পরিলক্ষিত না হওয়ায় হতাশা প্রকাশ করেছে বিএনপি।

শনিবার বিকেলে নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এ কথা বলেন।

রিপন বলেন, ‘‘দেশে আইনের শাসনের অনুপস্থিতি ও বিচারহীনতার কারণে শুধু গত মাসেই ১৯১ জন শিশু নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন। এই হত্যাকাণ্ডগুলোর পাশবিকতার চরিত্র সমাজ-রাষ্ট্রে ব্যাপকভাবে নাড়া দিয়েছে। এর সাথে নারী নির্যাতন-ধর্ষণের ঘটনা প্রতিটি ঘরে ঘরে আতঙ্ক ও উদ্বেগের জন্ম দিয়েছে। দেশের নাগরিক সমাজ, রাজনৈতিক  দলগুলো উদ্বেগ প্রকাশ করেছে।”

তিনি বলেন, “শুধু ২০১২ সাল থেকে সহস্রাধিক শিশুর হত্যাকাণ্ড, অর্ধসহস্রাধিক নারীর সম্মানহানীর ঘটনার বাইরে প্রতিনিয়ত খুন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় সমাজে আতঙ্ক বিরাজ করছে। এসব ঘটনা জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নিন্দা জানিয়ে এর প্রতিকারের জন্যও সোচ্চার হয়েছেন। কিন্তু দৃশ্যত এ ধরণের পরিস্থিতির উন্নতিতে সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ পরিলক্ষিত না হওয়ায় আমরা হতাশ ও বিস্মিত।’’

বিএনপি মুখপাত্র বলেন, “আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি এতোটাই নাজুক যে, শুধু সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলেও গত কয়েক বছরে প্রায় তিন শতাধিক হত্যাকাণ্ড ঘটেছে। এই চিত্র সরকারের জন্য উদ্বেগ সৃষ্টি করতে না পারলেও সাধারণ মানুষ ক্রমেই নিরাপত্তাহীন হয়ে উঠছেন। আমরা পর্যবেক্ষণ করছি, সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকল্পে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ না নিতে পারলেও, বিরোধী দলের ওপর জুলুম, নিপীড়ণ-নির্যাতন ও গ্রেফতারের কর্মকাণ্ড থেকে সরে আসেনি।”
 
গতকাল দলের অন্যতম যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের মুক্তির দাবিতে আয়োজিত ঢাকা জেলা ছাত্রদলের একটি আলোচনা সভার অনুষ্ঠান চলাকালে ছাত্রদলের ১০জন কর্মীকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়ে গ্রেফতাদের অবিলম্বে মুক্তি দাবি করেন তিনি।

নিউজবাংলাদেশ/আরআর/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়