News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৭, ৫ আগস্ট ২০১৫
আপডেট: ০০:২০, ৩০ জানুয়ারি ২০২০

সরকারকে নির্বাচনের জন্য বাধ্য করা হবে: নোমান

সরকারকে নির্বাচনের জন্য বাধ্য করা হবে: নোমান

ঢাকা: নতুন নির্বাচনের ব্যবস্থা না করলে জাতিকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে সরকারকে নির্বাচনের জন্য বাধ্য করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা জেলা যুবদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি একথা জানান। বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানসহ সকল নেতাকর্মীর নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

প্রতিবাদ সমাবেশে নোমান বলেন, “সব দলের আলোচনার মাধ্যমে নির্বাচন পদ্ধতি নির্ধারণ করতে হবে। সরকার যদি নতুন নির্বাচনের ব্যবস্থা না করে তাহলে জাতিকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে সরকারকে নির্বাচনের জন্য বাধ্য করা হবে।”

তিনি আরো বলেন, “আমরা যে নতুন নির্বাচনের কথা বলছি এটি বিএনপির কথা নয়, সাধারণ মানুষের কথা। কাজেই সরকারের উচিত, আলোচনার মাধ্যমে নতুন একটি নির্বাচনের ব্যবস্থা করা।”

তিনি বলেন, “রাজপথে সরকারবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গুম-খুন ও দমন-পীড়ন করে অবৈধ এ সরকার আইয়ুব সরকারকেও হার মানিয়েছে।”

নোমান বলেন, “নির্বাচন কমিশনার ধামাধরা। আর তাই তাকে বাদ দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠনের আহ্বান আমাদের। সব দলের অংশগ্রহণে নির্বাচনের ব্যবস্থা করলে জনগণের মত প্রকাশের স্বাধীনতা থাকবে।”

এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান সহ-সকল নেতাকর্মীর নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানান।

ঢাকা জেলা যুবদলের সভাপতি নাজিম উদ্দিন নাজিমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়