News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫২, ৩ আগস্ট ২০১৫
আপডেট: ০৭:৩২, ১৮ জানুয়ারি ২০২০

আমানের মুক্তি দাবিতে ৫ দিনের কর্মসূচি

আমানের মুক্তি দাবিতে ৫ দিনের কর্মসূচি

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা জেলা সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমানের মুক্তির দাবিতে পাঁচদিনের প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনসমূহ।

সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে- আগামী বুধবার জেলা যুব দল, শুক্রবার জেলা ছাত্র দল ও কেরানীগঞ্জ থানা ছাত্র দল, ১০ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দল, ১২ আগস্ট জেলা কৃষক দল এবং ১৬ আগস্ট কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ। সবগুলো কর্মসূচি সকাল ১০টায় শুরু হবে।

আবদুল মান্নান বলেন, “আমরা অবিলম্বে আমানের মুক্তিসহ তার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক সব মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে আমরা বিশ্বাস করি, এভাবে নেতা-কর্মীদের কারাগারে পাঠিয়ে বিএনপির জনপ্রিয়তা বিনষ্ট করা যাবে না।”

রোববার নাশকতার মামলায় ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আদালতে আমানউল্লাহ আমান আত্মসমর্পন করলে তাকে কারাগারে পাঠানো হয়। নাশকতার ৮৯ মামলায় হাই কোর্ট থেকে আমানসহ এমকে আনোয়ার, আবদুল আউয়াল মিন্টু অন্তর্বতীকালীন জামিন নিয়েছিলেন। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ গত ২৭ জুলাই জামিন বাতিল করে এক সপ্তাহের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

আমানের বিরুদ্ধে নাশকতা, ভাংচুর, গাড়ি পোড়ানোর অভিযোগে মোট ৭০টি মামলা রয়েছে। ৬৩টি মামলায় জামিন থাকলেও সাতটি মামলায় তার জামিন হয়নি।

নিউজবাংলাদেশ/আরআর/এএইচকে/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়