News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৬, ১৪ নভেম্বর ২০২৫
আপডেট: ০৮:৩৮, ১৪ নভেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ

প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ

ছবি: সংগৃহীত

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা পুনর্ব্যক্ত করায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভাষণের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। পরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের সিদ্ধান্ত ও দলের প্রতিক্রিয়া তুলে ধরেন।

মির্জা ফখরুল বলেন, জাতির উদ্দেশে ভাষণে ড. মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনের দিন গণভোট আয়োজনের ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন। বিএনপির স্থায়ী কমিটি এই ঘোষণাকে স্বাগত জানায় এবং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানায়।

তিনি আরও জানান, সভায় গত ১৭ অক্টোবর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে জনগণের মতামত জানতে গণভোট আয়োজন এবং দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি।

আরও পড়ুন: বাসে আগুন দিয়ে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয় আ.লীগ: এ্যানি

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়