News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩২, ২০ জুলাই ২০২৫

সেনাবাহিনীর বাস সরবরাহের অভিযোগ মিথ্যা: আইএসপিআর

সেনাবাহিনীর বাস সরবরাহের অভিযোগ মিথ্যা: আইএসপিআর

ফাইল ছবি

নির্ভরযোগ্য তথ্য ও সাম্প্রতিক যাচাই-বাছাইয়ের ভিত্তিতে বাংলাদেশের সামরিক বাহিনী ও রাজনৈতিক দলের বাস সরবরাহ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর ঘোষণা করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শনিবার (১৯ জুলাই) রাতে প্রকাশিত আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক একটি পোস্টে সেনাবাহিনীকে একটি রাজনৈতিক দলের কর্মসূচির জন্য বাস সরবরাহের অভিযোগ আনা হয়েছে, যা কোনোভাবেই সত্য নয়।

আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য অস্থায়ী ভিত্তিতে বেসরকারি গণপরিবহন ভাড়া করে থাকে। এসব বাসে অস্থায়ীভাবে ‘বাংলাদেশ আর্মি’ লেখা বা লোগো ব্যবহার হয়, যা প্রশাসনিক সুবিধার্থে করা হয়। তবে কিছু বাস মালিক তাদের সেনাবাহিনীর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরও সড়কে সুবিধা পাওয়ার উদ্দেশ্যে অনিয়মতান্ত্রিকভাবে সেনাবাহিনীর নাম ও লোগো ব্যবহার চালিয়ে যাচ্ছেন, যা সম্পূর্ণ অবৈধ।

আরও পড়ুন: শৃঙ্খলা মেনে চললে দেশই লাভবান হবে: সেনাপ্রধান

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশের স্বার্থান্বেষী কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে। তাই সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং যেকোনো তথ্য শেয়ার করার আগে যাচাই-বাছাই করার জন্য সেনাবাহিনী আহ্বান জানিয়েছে।

বিশ্লেষকরা মনে করেন, সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বিভিন্ন অসত্য তথ্য ছড়ানোর ঘটনা বাড়ছে, যা সামরিক পেশাদারিত্ব এবং সংবিধান রক্ষায় দায়বদ্ধ সেনাবাহিনীর জন্য এক ধরনের চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে আইএসপিআরের সতর্কতা অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়োপযোগী বলে ধরা হচ্ছে।

দেশের প্রধান সংবাদমাধ্যমগুলোও এই ঘটনার সঠিক তথ্য যাচাই করে একইভাবে মিথ্যা দাবি উল্লেখ করে, সামরিক বাহিনীর স্বচ্ছ ও সংবিধান সম্মত ভূমিকার প্রশংসা করেছে। 

সামরিক বাহিনী সংক্রান্ত সংবাদ বিশ্লেষণে প্রকাশিত তথ্যগুলো থেকে স্পষ্ট যে, সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্যের ভাণ্ডার থেকে সচেতন থাকতে হবে এবং পেশাদার সংস্থার অফিসিয়াল তথ্যকেই প্রাধান্য দিতে হবে।

সর্বশেষ, আইএসপিআর বাংলাদেশের সেনাবাহিনীকে সর্বদা সংবিধান, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং পেশাদারিত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ বলে পুনর্ব্যক্ত করেছে এবং এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার থেকে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়