বিগত তিন নির্বাচনকে বৈধতার দায়িত্বে থাকা ৯৬ সংস্থার নিবন্ধন বাতিল

ফাইল ছবি
নির্বাচন কমিশন (ইসি) গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে বৈধতা দেওয়া ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করেছে। একইসঙ্গে পরিবর্তন আনা হয়েছে পর্যবেক্ষক নিয়োগে বিদ্যমান নীতিমালায়। নতুন নীতিমালা অনুযায়ী, পর্যবেক্ষক হতে হলে কমপক্ষে এইচএসসি বা সমমান পাস এবং বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে।
শুক্রবার (১৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম। তিনি জানান, শিগগিরই এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন এবং নতুনভাবে পর্যবেক্ষক নিবন্ধনের প্রক্রিয়া শুরু হবে।
ইসি সূত্র জানায়, গত ৯ মার্চ ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ চূড়ান্ত করে কমিশন। এর মাধ্যমে পূর্ববর্তী ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৩’ রহিত করা হয়েছে। পাশাপাশি ওই নীতিমালার আওতায় নিবন্ধিত সব সংস্থার অনুমোদন বাতিল করা হয়েছে।
নতুন নীতিমালার অন্যতম উদ্দেশ্য হলো বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট সংস্থাগুলোকে নির্বাচন পর্যবেক্ষণের বাইরে রাখা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আবদুল আলীম বলেন, "যেসব সংস্থা আগের বিতর্কিত নির্বাচনগুলোকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৈধতা দিয়েছিল, তাদের বাদ দেওয়া অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। এ নিয়ে আমরাও কমিশনকে সুপারিশ করেছিলাম।"
আরও পড়ুন: গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ রমজান মুন্সীর মৃত্যু
তিনি আরও বলেন, অতীতে কিছু সংস্থা বিদেশি পর্যবেক্ষকদের ‘স্থানীয় পর্যবেক্ষক’ বলে চালিয়ে দিয়ে প্রতিবেদন দাখিল করেছিল। নীতিমালায় যথাযথ নিয়ন্ত্রণ না থাকায় তারা এমন সুযোগ পেয়েছিল। এবার সেসব ফাঁকফোকর বন্ধ করতে চেয়েছে কমিশন।
নতুন নীতিমালা অনুযায়ী: পর্যবেক্ষক সংস্থাকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হবে। নিবন্ধনের আগে পূর্ণ যাচাই-বাছাই করা হবে। নির্বাচনের আগের দিন, ভোটের দিন এবং পরদিন—এই তিন দিন পর্যবেক্ষণের সুযোগ থাকবে। ভোটের সাত দিনের মধ্যে ইসিতে প্রাথমিক প্রতিবেদন দাখিল করতে হবে।
এই নীতিমালা কেবল দেশীয় পর্যবেক্ষক সংস্থার জন্য প্রযোজ্য এবং তা সংসদীয় ও স্থানীয় সরকার নির্বাচন উভয় ক্ষেত্রেই কার্যকর হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি