সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়।
শনিবার (২১ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। সেখানে তিনি নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
সিইসি বলেন, নির্বাচন ইস্যুতে সময় এলেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা হবে। তখনই ভোটের দিনক্ষণ জানানো হবে। সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়।
আরও পড়ুন: নতুন বাজারে সড়ক অবরোধ ইউআইইউ শিক্ষার্থীদের
তিনি আরও জানান, সরকারের সঙ্গে নির্বাচন নিয়ে ফরমাল ও ইনফরমাল আলোচনা চলছে। নির্বাচন কমিশনও নিজস্ব একটি কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছে।
নাসির উদ্দিন বলেন, প্রত্যেকটি অফিসেরই একটি পরিকল্পনা থাকে। আমাদেরও রয়েছে। সেই অনুযায়ীই আমরা এগিয়ে যাচ্ছি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








