News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫৬, ১ জুন ২০২৫

দ্বিতীয় দফায় রাজনৈতিক সংলাপ শুরু সোমবার

দ্বিতীয় দফায় রাজনৈতিক সংলাপ শুরু সোমবার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

জাতীয় ঐকমত্য কমিশন দ্বিতীয় দফায় রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে। আগামী সোমবার (২ জুন) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার ১ জুন) ঢাকায় এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সংলাপের মাধ্যমে জুলাই সনদ ঘোষণার চূড়ান্ত পর্যায়ে উপনীত হওয়া যাবে বলে আমরা আশা করছি।

আরও পড়ুন: যত্রতত্র কোরবানির পশু নামানো যাবে না: ডিএমপি কমিশনার

আজাদ মজুমদার আরও জানান, ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে। সোমবার ছাড়াও ঈদের আগে-পরে আরও দু-একটি সংলাপ অনুষ্ঠিত হবে।

সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়