ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা: আপিলের শুনানি ১৬ আগস্ট
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের বিষয়ে আপিল আবেদনের শুনানি ১৬ আগস্ট।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে অ্যাডভোকেট এএফএম মেসবাহ উদ্দিন।
অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সাংবাদিকদের বলেন, “২০১৪ সালের শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে করা আবেদনের ওপর আপিলের শুনানির জন্য আদালত ১৬ আগস্ট দিন ধার্য করেছেন।”
এর আগে ৮ জুলাই দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ চেয়ে হাইকোর্টে দায়ের করা শিক্ষার্থীদের রিট আবেদন খারিজ করে দেওয়া হয়।
ওইদিন রায়ের পর যারা এইচএসসি পাস করবেন কেবল তারাই ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এ বছর পাস করা কোনো শিক্ষার্থী আর আগামী বছর এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন না। ওই দিন রায় ঘোষণার পর দ্বিতীয়বার ভর্তিচ্ছু কিছু শিক্ষার্থী আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন।
ওই সিদ্ধান্তের প্রতিবাদে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সে সময় টানা কয়েকদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ, সমাবেশ ও অনশনের মতো কর্মসূচি পালন করেন। এরপর ভর্তিচ্ছুদের ২৬ জন অভিভাবক বাদী হয়ে মার্চ মাসে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ১৬ মার্চ রিট আবেদনটির ওপর প্রাথমিক শুনানির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। একই সঙ্গে এ সিদ্ধান্ত পরিবর্তন করে আগের মতো দ্বিতীয়বার ভর্তির সুযোগ রেখে নতুন সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ কেন দেয়া হবে না তাও জানতে চান আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রার, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক, পরীক্ষা নিয়ন্ত্রক, পরীক্ষা কমিটির সম্পাদক, সহকারী রেজিস্ট্রার (একাডেমিক-২), ইউজিসি চেয়ারম্যান ও শিক্ষা সচিবকে এর জবাব দিতে বলা হয়।
নিউজবাংলাদেশ.কম/এএম/এফএ
নিউজবাংলাদেশ.কম








