খালেদার কয়লাখনি মামলার রায় যে কোনোদিন
ঢাকা: বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার বৈধতা প্রশ্নে খালেদার করা রিটের শুনানি শেষ হয়েছে। যে কোনোদিন এ মামলার রায় ঘোষণা করা হবে।
বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার এ আদেশ দেন।
এর আগে ২৩ আগস্ট খালেদা জিয়ার দায়ের করা দুটি আবেদন খারিজ করে দেন হাই কোর্ট। মামলাটি বাতিল চেয়ে খালেদার আবেদনের পরিপ্রেক্ষিতে রুল শুনানির সময় দুটি আবেদন করা হয়। ১৯ আগস্ট শুনানি শেষে আদালত বিষয়টি রোববারে আদেশের জন্য রেখে দেন।
এরও আগে তত্ত্বাবধায়ক সরকার আমলে, ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় দুদক এ মামলা দায়ের করে। বেগম খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
সাত বছর পর চলতি বছরের শুরুতে দুদক মামলাটি সচল করার উদ্যোগ নিলে হাই কোর্টের দেওয়া রুলের চূড়ান্ত শুনানি শুরু হয়।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এটিএস/এজে
নিউজবাংলাদেশ.কম








