News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩০, ৩০ আগস্ট ২০১৫
আপডেট: ০১:০৮, ১৮ জানুয়ারি ২০২০

বাঘের চামড়াসহ গ্রেফতারকৃতরা চার দিনের রিমান্ডে

বাঘের চামড়াসহ গ্রেফতারকৃতরা চার দিনের রিমান্ডে

খুলনা: বাঘের চামড়াসহ গ্রেফতারকৃত খুলনা পাইকগাছা উপজেলার ফতেপুর এলাকার মো. আব্দুল জলিল গাজী (৫০) ও ঢাকার উত্তরা এলাকার মো. আশরাফ ফকিরের (৫৫) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

খুলনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস নিউজবাংলাদেশকে বলেন, “মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) রাধেশ্যাম রোববার দুপুরে মহানগর হাকিম মো. ফারুক ইকবালের আদালতে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।”

উল্লেখ্য, ২৫ আগস্ট রাতে খুলনা সদর থানার পূর্ববানিয়া খামার লোহার গেট কাস্টম রোডে অভিযান চালিয়ে বাঘের চামড়াসহ ওই দুজনকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর সদস্যরা। এ ঘটনায় খুলনা থানায় মামলা দায়ের করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এটিএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়