News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৪৫, ৩০ আগস্ট ২০১৫
আপডেট: ১৬:৪৪, ২১ নভেম্বর ২০২০

নাসির গ্রুপের তিন জিএমকে দুদকের জিজ্ঞাসাবাদ

নাসির গ্রুপের তিন জিএমকে দুদকের জিজ্ঞাসাবাদ

ঢাকা: ৬১ কোটি টাকা পাচারের মামলা তদন্তে নাসির গ্রুপের তিন জেনারেল ম্যানেজারকে (জিএম) জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের জ্যেষ্ঠ উপ-পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলী ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করছেন। দুদকের একটি সূত্র নিউজবাংলাদেশেকে এটি নিশ্চিত করেছে।
তবে নাসির গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাস শারীরিকভাবে অসুস্থ থাকায় আজ তিনি দুদকে হাজির হতে পারেননি।

যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন, জিএম (আমদানি) মো. আলফাজ উদ্দিন, জিএম (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. শামীম আহম্মেদ ও জিএম (ফাইনান্স ও হিসাব) মো. সিদ্দিকুর রহমান।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন না নিয়ে পণ্য আমদানির নামে আন্ডার ইনভয়েস ও ওভার ইনভয়েসের মাধ্যমে প্রায় ৬১ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি নাসির গ্রুপের চেয়ারম্যানসহ দশজনের বিরুদ্ধে মামলা করে দুদক। রাজধানীর গুলশান থানায় অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক এস এম রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযুক্তরা হলেন, নাসির গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাস, জিএম (আমদানি) মো. আলফাজ উদ্দিন, জিএম (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. শামীম আহম্মেদ, জিএম (অর্থ ও হিসাব) মো. সিদ্দিকুর রহমান, এজিএম (ক্রয়) মো. মোবাইদুল ইসলাম, ক্যাশিয়ার মো. শামীম, এজে মানি চেঞ্জারের কর্মচারী সাইফুল বিশ্বাস, কর্মচারী মো. এমদাদুল, রাজধানীর ইস্কাটন গার্ডেনের সোহাগ কমিউনিটি সেন্টারের বিপরীতে ২ নম্বর ভবনের ১১০২ নম্বর ফ্ল্যাটের আদিল আহমেদ ও একই ফ্ল্যাটের ফিরোজ আহমেদ।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়