News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪১, ২৯ আগস্ট ২০১৫
আপডেট: ০৬:২৭, ১৯ জানুয়ারি ২০২০

ব্লগার নিলয় হত্যাকাণ্ডে একজন শনাক্ত

ব্লগার নিলয় হত্যাকাণ্ডে একজন শনাক্ত

ঢাকা: ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতারকৃতদের মধ্যে একজনকে শনাক্ত করেছেন প্রত্যক্ষদর্শীরা।

শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, “বৃহস্পতিবার বিকেল ৫টায় ব্লগার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কাওসারকে মিরপুর-১০ থেকে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় শ্যামপুরের ধোলাইপাড় থেকে কামালকে আটক করা হয়। এর আগে ১৩ আগস্ট রাজধানীর উত্তরা ও মিরপুর থেকে গ্রেফতার করা হয় আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য ও ব্লগার আসিফ মহিউদ্দিনকে হত্যা চেষ্টা মামলার চার্জশিটভুক্ত আসামি শ্রম প্রতিমন্ত্রীর ভাতিজা সাদ-আল-নাহিয়ান ও মাসুদ রানাকে।”

শনাক্তের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, “নিলয় হত্যাকাণ্ডের ঘটনাটি খুব কাছ থেকে দেখেছেন এমন বেশ কয়েকজন প্রতাক্ষদর্শীকে উপস্থিত করে আটক ব্যক্তিদের দেখানো হয়। এ সময় বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী একজনকে শনাক্ত করেন। তবে কে সেই ব্যক্তি তা এখনই বলা যাবে না।”

মনিরুল ইসলাম আরো বলেন, “নিলয় হত্যাকাণ্ডের পর প্রথমে আনসারুল্লাহ বাংলা টিমের যে দুজনকে ডিবি গ্রেফতার করে তাদের মধ্যে একজন হত্যাকাণ্ডের সময় উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বেশ কয়েকজন তাকে সনাক্ত করেন। এরপর ডিএনএ ও ফরেন্সিক পরীক্ষার পর সবকিছু নিশ্চিত হওয়া যাবে।”

উল্লেখ্য, ৭ আগস্ট গোড়ানে ভাড়া বাসায় ব্লগার ও এনজিও কর্মকর্তা নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়