News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৭, ২৮ আগস্ট ২০১৫
আপডেট: ০৬:৩৩, ১৯ জানুয়ারি ২০২০

অটোরিকশা চালক শ্রীনন্দ হত্যার দায় স্বীকার রুবেলের

অটোরিকশা চালক শ্রীনন্দ হত্যার দায় স্বীকার রুবেলের

সিলেট: সিলেটে আদিবাসী যুবক সিএনজিচালিত অটোরিকশা চালক শ্রীনন্দ পাত্র (৩০) হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে তাজনীন আহমদ রুবেল।

শুক্রবার সন্ধ্যায় সিলেট মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক সাহেদুল করিমের কাছে সে শ্রীনন্দ হত্যার দায় স্বীকার করে।

তাজনীন আহমদ রুবেলকে বুধবার গ্রেফতার করে শাহপরান থানা পুলিশ। বৃহস্পতিবার শ্রীনন্দের মরদেহ উদ্ধার করা হয়। রুবেলের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বসন্তপুরে।

এর আগে গত ২০ আগস্ট সিলেটের খাদিমপাড়ার আদিবাসী অটোচালক শ্রীনন্দ পাত্রকে সিএনজি অটোরিক্সাসহ আপহরণ করে নিয়ে হত্যা করে রুবেল ও তার সহযোগীরা। এরপর ২১ আগস্ট ফেঞ্চুগঞ্জ থেকে ছিনতাইকৃত সিএনজিসহ ঘাতক রুবেল আহমদকে আটক করে পুলিশ। পরে তাকে রিমান্ডে নিলে ঘটনায় জড়িত থাকার ব্যাপারে প্রাথমিকভাবে স্বীকার করে সে। এর পরিপ্রেক্ষিতে আজ বিকেলে তাকে আদালতে হাজির করে পুলিশ। স্বীকারোক্তি গ্রহণশেষে তাকে শাহপরান থানা হাজতে নিয়ে যায় পুলিশ।

পুলিশ জানায়, তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
বৃহস্পতিবার রাখালগঞ্জের একটি হাওড় থেকে নিখোঁজের আটদিন পর শ্রীনন্দের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়