মাদক ব্যবসায়ী দম্পতির দণ্ড
বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় মাদক বিক্রেতা দম্পতিকে ২ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হাসান পাটোয়ারী ওই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত দম্পতি হলো- হালিম মিস্ত্রি (৪৮) ও তার স্ত্রী রেনু বেগম (৪২)। তারা উপজেলার পশ্চিম শাওড়া এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে দম্পতিকে ২০ গ্রাম গাঁজাসহ গৌরনদী বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গৌরনদী থানার ওসি মো. আলাউদ্দিন জানান, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী দম্পতিকে আটকের পর শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
সেখানে তারা দোষ স্বীকার করলে ওই দণ্ড দেন হাকিম।
সাজা পরোয়ানায় দম্পতিকে শুক্রবার বিকেলে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








