News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২২, ২৭ আগস্ট ২০১৫
আপডেট: ০০:২২, ২০ জানুয়ারি ২০২০

আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি বার কাউন্সিলের ফলাফল

আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি বার কাউন্সিলের ফলাফল

ঢাকা: আইনজীবীদের নিয়ন্ত্রনকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সে নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে প্রকাশ হলেও আনুষ্ঠানিকভাবে হয়নি। বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে সরকার সমর্থক সাদা প্যানেল নিরঙ্কুশ বিজয় পেয়েছে।

নির্বাচনে অংশ নেওয়া আইনজীবীদের সূত্রে পাওয়া ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ ও সমমনা আইনজীবী সমর্থিত সম্মিলিতআইনজীবী সমন্বয় পরিষদ ১৪টি সদস্য পদের মধ্যে ১০টিতে নির্বাচিত হয়েছেন। বাকি চারটি পদ জিতেছে বিএনপি জামায়াত সমর্থিতদের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাধারণ সদস্য পদের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল বাসেদ মজুমদার সাংবাদিকদের জানিয়েছেন, তারা এ নির্বাচনে ১৪ পদের মধ্যে ১০টিতে বিজয় অর্জন করেছেন। অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সাধারণ সদস্য পদের প্রার্থী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, এ নির্বাচনে তারা সাদা প্যানেলে সংগরিষ্ঠতা পেয়েছেন।

কিন্তু ফলাফলের ব্যাপারে মুখ খোলেননি বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। তিনি বলেছেন, বার কাউন্সিলের নির্বাচনে দেশের সকল বারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের কাছে দেশের সকল ভোট কেন্দ্র থেকে এখনো সকল ব্যালট বাক্স আসেনি। আগামী সোমবার এগুলো আসতে পারে।

তিনি বলেন, যদি দেশের সকল বুথের ব্যালেট বাক্স সোমবারের মধ্যে আমাদের হাতে এসে পৌঁছায়, তাহলে আমরা সেদিনই ভোটের ফলাফল ঘোষণা করবো। আর তা না হলে তারও ২/৩ দিন পরে আমরা এ নির্বাচনের ফলাফল ঘোষণা করবো। বৃহস্পতিবার বিকেল চারটায় বার কাউন্সিলের সভাকক্ষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

বার কাউন্সিলের ভোটার তালিকা নিয়ে জটিলতার কারণে কয়েকবার পেছানোর পর গতকাল বুধবার সারা দেশে এই বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। বেসরকারি ফলাফল অনুযায়ী, বার কাউন্সিলের সাতটি সাধারণ সদস্য পদে আওয়ামী লীগের চারজন ও বিএনপির তিনজন নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা হলেন- সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম, আবদুল মতিন খসরু ও জেড আই খান পান্না।

বিএনপির বিজয়ী প্রার্থীরা হলেন- সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলী ও বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের সাতটি গ্রুপের সদস্য পদের মধ্যে ছয়টিতে আওয়ামী সমর্থিত ও একটিতে বিএনপি সমর্থিত আইনজীবীদের প্যানেল জয়লাভ করেছে।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়