News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০২, ৩ আগস্ট ২০১৫
আপডেট: ০০:২২, ১৫ ফেব্রুয়ারি ২০২০

উত্তর-দক্ষিণ ডিসিসির দুর্নীতি অনুসন্ধানে দুদক

উত্তর-দক্ষিণ ডিসিসির দুর্নীতি অনুসন্ধানে দুদক

ঢাকা: পাঁচ অর্থবছরে উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন সেক্টরে ব্যাপক দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্র জানায়, ২০১০ সালের ১ জুলাই থেকে ২০১৪ সালের ৩০ পর্যন্ত দুই সিটি কর্পোরেশনের মশার ওষুধ, গাড়ির টায়ার, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও জ্বালানি খাতের দুর্নীতি অনুসন্ধান করা হবে। দুদকের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুস সোবহানের নেতৃত্বে এ সংক্রান্ত প্রতিষ্ঠানিক দলকে অনুসন্ধান করার জন্য নির্দেশ দিয়েছে কমিশন।

দুদক সূত্র আরো জানায়, দুদকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগের ভিত্তিতে সম্প্রতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

অভিযোগের বিষয়ে সূত্র জানায়, উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক বিগত পাঁচ অর্থবছরে বিভিন্ন সেক্টরে ব্যাপক দুর্নীতি হয়েছে। দুই সিটি কর্পোরেশনে টেন্ডারের মাধ্যমে মশার ওষুধ ক্রয় ও ব্যবহার, গাড়ির টায়ার টিউব যন্ত্রাংশ ক্রয় ও ব্যবহার, বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় ও ব্যবহার এবং জ্বালানি তেল ক্রয় ও ব্যবহারে দুর্নীতির অভিযোগ রয়েছে।  

সূত্র আরো জানায়, ২০১০ সালের ১ জুলাই থেকে ২০১৪ সালের ৩০ পর্যন্ত পাঁচ বছরে দুর্নীতির এ অভিযোগের ভিত্তিতে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।

দুদক বিধিমালা ২০০৭ অনুযায়ী ১৫ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়