News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:০৬, ৩ আগস্ট ২০১৫
আপডেট: ০১:১১, ১৮ জানুয়ারি ২০২০

জনকণ্ঠের পক্ষে ওকালতি: সহকারী অ্যাটর্নিকে শো’কজ

জনকণ্ঠের পক্ষে ওকালতি: সহকারী অ্যাটর্নিকে শো’কজ

ঢাকা: দৈনিক জনকণ্ঠের পক্ষে আপিল বিভাগে অ্যাডভোকেট অন রেকর্ড হওয়ায় রাষ্ট্রের একজন আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল এম. শোয়েব খানকে কারণ দর্শাতে বলেছেন আপিল বিভাগ।

আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঐ আইনজীবীর অ্যাডভোকেট অন রেকর্ড সনদ কেন বাতিল করা হবে না তা জানাতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তপক্ষকে ।

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

আদালতের আদেশের পর আইনজীবী শোয়েব খান সাংবাদিকদের বলেন, ‘আমি সহকারী অ্যাটর্নি জেনারেল হয়ে জনকণ্ঠের অ্যাডভোকেট অন রেকর্ড কেন হয়েছি তা আদালত জানতে চেয়েছেন। আমি বলেছি আমিতো রাষ্ট্রের বিরুদ্ধে লড়ছি না। আদালত জনকণ্ঠের বিরুদ্ধে রুল দিয়েছেন। আদালত তো রাষ্ট্রের কিছু না। এরপর আদালত অন্য কাউকে জনকণ্ঠের অ্যাডভোকেট অন রেকর্ড করতে বলেন।’

তিনি বলেন, ‘আমি ৪৮ ঘন্টার মধ্যে এ বিষয়ে জবাব দাখিল করব।’

নিউজবাংলাদেশ.কম/আইএ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়