News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২২, ২ আগস্ট ২০১৫
আপডেট: ০১:১১, ১৮ জানুয়ারি ২০২০

আইনজীবী সহকারীদের মহাসম্মেলন ১২ সেপ্টেম্বর

আইনজীবী সহকারীদের মহাসম্মেলন ১২ সেপ্টেম্বর

ঢাকা: দেশের সব বারের আইনজীবী সহকারীদের চতুর্থ মহাসম্মেলন ১২ সেপ্টেম্বর। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোহাম্মদ নুর মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

সমম্মেলনে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে মহাসম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে শনিবার প্রস্তুতি পরিষদের এক সভা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে দেশের ৬৪ জেলা থেকে ৬০০ প্রতিনিধি অংশ নেন।

সভায় মোহাম্মদ নুর মিয়াকে আহ্বায়ক ও সমিতির সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ ভূইয়াকে সদস্য সচিব করে ১২টি উপ-কমিটি গঠন করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এএম/এফএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়