সোমালিয়ায় আল শাবাবের হামলায় অর্ধ শতাধিক শান্তিরক্ষী নিহত
সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের (এইউ) একটি সেনা ঘাঁটিতে মঙ্গলবার আল শাবাবের হামলায় অর্ধ শতাধিক শান্তিরক্ষী নিহত হয়েছেন। ঘটনার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আল শাবাবের ওয়েবসাইটে একটি বিবৃতিও দেওয়া হয়েছে। বিবিসি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ১২০ কি.মি দূরে শাবেল রাজ্যের ‘জানালে’ নামক এলাকার একটি সেনা ঘাঁটিতে এই হামলা হয়। এলাকাটিতে আল শাবাব জঙ্গিরা গাড়িবোমা বিস্ফোরণ এবং মিসাইল হামলা চালায়। হামলায় নিহত বেশির ভাগ শান্তিরক্ষী কেনিয়া ও উগান্ডার নাগরিক।
তবে হামলার ব্যাপারে আফ্রিকান ইউনিয়ন বা সোমালিয়া সরকারের পক্ষ এখনও কিছু নিশ্চিত করা হয়নি।
নিউজবাংলাদেশ.কম/এসজে/এজে
নিউজবাংলাদেশ.কম








